Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পঞ্চবার্ষিকী পরিকল্পনা

ঞ্চবার্ষিকী পরিকল্পনা

পঞ্চবার্ষিকী পরিকল্পনা

২০১২ইং জুলাই থেকে ২০১৩ইং জুন পর্যন্ত

১. পূর্ব চন্দনধূল মসজিদ হইতে মঙ্গল সেখের বাড়ী পর্যন্ত রাস্তা পূর্ণ নির্মান।

২. ২০সেট রিং স্লাভ বিতরণ জন্য।

৩. চন্দনধূল প্রাথমিক বিদ্যালয়ের জন্য চেয়ার-টেবিল সরবরাহ।

৪. ৬টি টিউবওয়েল স্থাপন।

৫. উত্তর কুসুমপুর আবুল হোসেনের বাড়ীর পশ্চিম পার্শ্ব থেকে খলিল বেপারীর বাড়ী পর্যন্ত রাস্তায় ইটা বিছানো।

৬. ২০ সেট রিং স্লাভ বিতরণ

৭. উত্তর কুসুমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চেয়ার সরবরাহ।

৮. উত্তর কুসুমপুর ৪টি টিউবওয়েল সরবরাহ।

৯. সামছুদ্দিন জার্মানীর বাড়ী হতে তাজু দেওয়ানের বাড়ী পর্যন্ত ইটা বিছানো।

১০. রিং স্লাভ বিতরণ ২০টি পরিবার এর মধ্যে।

১১. ইছাপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় আসবাবপত্র ক্রয়।

১২. ইছাপুরা গ্রামে ০৫টি টিউবওয়েল স্থাপন।

১৩. মোঃ দেলোয়ার হাজির পুকুর পার হইতে নুর্ব মিয়ার বাড়ী পর্যন্ত পূর্ণনির্মান ,রাস্তায় ইটা বিছানো।

১৪. পঃ রাজদিয়া স্বাস্থ্য সম্মত সেনেটারী ল্যাট্রিনের প্রকল্পের জন্য ২৫ সেট রিং স্লাভ বিতরণ।

১৫. পশ্চিম রাজদিয়া কেন্দ্রী জামে মসজিদ রং করার জন্য।

১৬. পশ্চিম রাজদিয়া এলাকায় ৫টি টিউবওয়েল স্থাপন।

১৭. নেপচুন কোল্ড স্টোরেজের গেট থেকে মন্দির পর্যন্ত রাস্তাটি পূর্ণ মেরামত করা।

১৮. কমিউনিটি ক্লিনিকের রং করা এবং পানি সরবরাহ।

১৯. পূর্ব রাজদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চেয়ার ও টেবিল সরবরাহ।

২০. কমিউনিটির ক্লিনিকের ২টি টিউবওয়েল সরকার।

২১. সেকান্দরের বাড়ী হইতে বেপারী বাড়ী মসজিদ পর্যন্ত রাস্তায় ইট বিছানো।

২২. ৩০ সেট রিং স্লাভ বিতরণ।

২৩. পঃ শিয়ালদী সঃ প্রাথমিক বিদ্যালয়ে ফ্যান সরবরাহ ৬টি।

২৪. ৫টি টিউবওয়েল স্থাপন।

২৫. তালুকদার বাড়ীর কোনা থেকে পোরা স্কুলের কোনা পর্যন্ত রাস্তা মেরামত।

২৬. রিং স্লাভ ১০টি পরিবারের মধ্যে বিতরণ।

২৭. মধ্যম শিয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয় আসবাবপত্র ক্রয়।

২৮. টিউবওয়েল স্থাপন ৪টি।

২৯. ধীরেন কুদ্দুস এর বাড়ী থেকে বিষু মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।

৩০. স্যানিটেসন ব্যবস্থা। 

৩১. স্কুলের জন্য আসবাপত্র ক্রয়।

৩২. ৫টি নলকূপ স্থাপন।

২০১৩ইং জুলাই থেকে ২০১৪ইং জুন পর্যন্ত

১. চন্দনধূল বাবুর বাড়ী সাদেক মিয়ার বাড়ী হইতে ফাতিমা মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তা পূর্ণ নির্মান।

২. ১০ সেট রিং স্লাভ বিতরণ।

৩. চন্দনধূল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য বসার ব্রেঞ্চ।

৪. ৫টি টিউবওয়েল স্থাপন।

৫. উত্তর কুসুমপুর বৌ বাজারের ইটা রাস্তা থেকে ফারহান বেপারীর বাড়ীর রাস্তায় আংশীক ইটা বিছানো। 

৬. স্বাস্থ্য সম্মত সেনিটেসনের জন্য ১৫সেট রিং স্লাভ বিতরণ। 

৭. কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ে আসবাবপত্রের জন্য।

৮. টিউবওয়েল স্থাপন ৫টি।

৯. ইছাপুরা কাল সরদার এর বাড়ী থেকে রহিম শেখের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত।

১০. ইছাপুরা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য আসবাবপত্র ক্রয়।

১১. বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ৪টি টিউবওয়েল স্থাপন।

১২. মোঃ আক্কাছ মিয়ার বাড়ি হইতে হাতেম মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা পূর্ণ নির্মান ও ইট বিছানো।

১৩. স্বাস্থ্য সম্মত বিবিধ বিষয় প্রকল্পের জন্য

১৪. পশ্চিম রাজদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য আসবাবপত্র কয়।

১৫. পশ্চিম রাজদিয়া আর্সেনিক মুক্ত ৫টি সাধারণ টিউবওয়েল বাস্তবায়নের জন্য।

১৬, টেংগুরিয়াপাড়ার মাদ্রাসার কোনা হইতে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পর্যন্ত রাস্তা মেরামত।

১৭, কমিউনিটি ক্লিনিকটির রাস্তায় ইটা বিছানো।

১৮. টেংগুরিয়াপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বসার জন্য টেবিল-চেয়ার ক্রয়।

১৯. দিদার পাড়ার রাস্তার দক্ষিণ পাশের চকের পানি নিশকাশনের ব্যবস্থা করা। 

২০. ইব্রাহীমের দোকান হইতে আমিনুল ঢালী মেম্বার বাড়ী পর্যন্ত  রাস্তা মেরামত।

২১. ২০ সেট রিং স্লাভ বিতরণ।

২২. পশ্চিম শিয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চেয়ার-টেবিল সরবরাহ।

২৩. ৬টি বিউবওয়েল স্থাপন।

২৪. পোড়া স্কুলের কোনা থেকে মোল্লা বাড়ীর কোনা পর্যন্ত মেরামত ও ইটা বিছানো।

২৫. ২০ সেট রিং স্লাভ বিতরণ।

২৬. প্রাথমিক বিদ্যালয়ের জন্য আসবাবপত্র ক্রয়। 

২৭. টিউবওয়েল স্থাপন ৪টি।

২৮. নওপাড়া রাস্তা হতে তালুকদার বাড়ীর মসজিদের রাস্তা পূর্ণ নির্মান।

২৯. রিং স্লাভ বিতরন।

৩০. কুসুমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০ জোরা ব্রেঞ্চ বিতরন।

৩১. ২টি আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপন।

২০১৪ইং জুলাই থেকে ২০১৫ইং জুন পর্যন্ত

১) নেপচুন কোল্ড ষ্টোরেজ হতে পূর্ব রাজদিয়া জেলে বাড়ী পর্যন্ত রাস্তা পূণ: নির্মান।

২) পশ্চিম শিয়ালদী সততা ক্লাব হতে রমিজ হাওলাদারের বাড়ী পর্যন্ত রাস্তা পূণ: নির্মান।

৩) পূর্ব রাজদিয়া বদিউজ্জামান মেম্বার বাড়ী হইতে নেছারাবাদ মাদ্রাসা হইয়া সরকার বাড়ী পর্যন্ত রাস্তা পুণ: নির্মান।

৪) জৈনসার ইউনিয়নের ০৯টি ওয়ার্ডে টিউবওয়েল স্থাপন।

৫) পূর্ব রাজদিয়া আবু কালাম মাস্টারের বাড়ীর রাস্তা হতে ইছাপুরা ইউনিয়নের পাউলদিয়া পর্যন্ত রাস্তা পূণ: নির্মান।

৬) ইছাপুরা ইউনিয়নের ৬,৭,৮,৯নং ওয়ার্ডে ০৮টি সাধারণ টিউবওয়েল স্থাপন

২০১৫ইং জুলাই থেকে ২০১৬ইং জুন পর্যন্ত

১) টেংগুরিয়া পাড়া মাদ্রাসার মাঠের কোনা হতে সঃ প্রাঃ বিদ্যালয় পর্যন্ত রাস্তা মেরামত

২) ইছাপুরা মোকলেছ দেওয়ানের বাড়ী হতে পশ্চিম শিয়ালদী মজিবরের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত

৩) পূর্ব শিয়ালদী-সিরাজদিখান-তালতলা পাকা রস্তা মুসল্লীবাড়ী জামাল শেখ এর বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত

৪) বাইস্তা বাড়ী পাকা রাস্তা মধ্যম শিয়ালদী ব্রীজ হইতে তালতলা-সিরাজদিখান পাকা রাস্তা পর্যন্ত রাস্তা পূনঃ নির্মান।

৫) ইছাপুরা শিয়ালদী খালের উপর বাচ্চু  বাড়ীর কোনে ১টি বক্স কালভার্ট নির্মান।

৬) কুসমপুর বউ বাজার রাস্তা হতে বেপারী বাড়ী রাস্তার কোনা রাস্তা নির্মান।