মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন হলো জৈনসার ইউনিয়ন। ৯ (নয়)টি ওয়ার্ডে জৈনসার ইউনিয়নকে ভাগ করা হয়েছে। জৈনসার ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, মসজিদ, মন্দির, হাট-বাজার রয়েছে।
(ক) ১৩নং জৈনসার ইউনিয়ন পরিষদ।
(খ) আয়তন - ৩.৭৭ বর্গ মাইল। ৯.৮৩ (বর্গ কিলোমিটার)
(গ) লোকসংখ্যা -
বাংলাদেশের ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী জৈনসার ইউনিয়নের
মোট জনসংখ্যা ১৭,৭৭০ জন। এদের মধ্যে ৮,৬২৯ জন পুরূষ এবং ৮,০৩১ জন মহিলা।
)
(ঘ) গ্রামের সংখ্যা - ১১টি।
(ঙ) মৌজার সংখ্যা - ১০টি।
(চ) হাট/বাজার সংখ্যা - ২টি।
(ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম - সিএনজি/রিক্সা।
(জ) শিক্ষার হার - ৭৫% (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয় - ০৯টি। প্রাথমিক বিদ্যালয় (স্বল্পব্যয়ী) - ২টি।
উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী কলেজ - নেই
উচ্চ বিদ্যালয়- ১টি। (বেসরকারী)
এবতেদায়ী ও দাখিল মাদ্রাসা- ২টি।
কাওমী মাদ্রাসা - ১টি।
(ঝ) দায়িত্বরত চেয়ারম্যান - জনাব রফিকুল ইসলাম
(ঞ) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান- ১টি।
(ট) ঐতিহাসিক/পর্যটন স্থান- নাই।
(ঠ) ইউপি ভবন স্থাপন কাল - ২০০৭ সালে।
(ঢ) ইউনিয়ন পরিষদ জনবল
(১) নির্বাচিত পরিষদ সদস্য- ১৩ জন।
(২) ইউনিয়ন পরিষদ সচিব- ১ জন।
(৩) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর - ১ জন
(৩) ইউনিয়ন গ্রাম পুলিশ- ০৯ জন।
(৪) ট্যাক্স আদায় কারী- ০১ জন।
(৫) তথ্যসেবা কেন্দ্র উদ্যোক্তা- ২ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস