Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জন্ম মৃত্যু টাস্ক ফোর্স কমিটির সভা বিগত ৩০/০৪/২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত হয়।
বিস্তারিত

          

জৈনসার ইউনিয়ন পরিষদের এপ্রিল/২০২৪ খ্রিঃ মাসের

জন্ম মৃত্যু নিবন্ধন টাস্ক র্ফোস কমিটির মাসিক সভার কার্যবিবরণী


সভাপতিঃ মোঃ রফিকুল ইসলাম


চেয়ারম্যান ,জৈনসার ইউনিয়ন পরিষদ


স্থানঃ জৈনসার ইউনিয়ন পরিষদ সভা কক্ষ


 তারিখ ও সময়ঃ ৩০/০৪/২০২৪   


         জন্ম মৃত্যু নিবন্ধন টাস্ক ফোস কমিটির সভায় উপস্থিত সদস্যদের নাম ও স্বাক্ষর

ক্র. নং নাম পদবী কমিটিতে পদবী

স্বাক্ষর

1

  রফিকুল ইসলাম

চেয়ারম্যান  সভাপতি


স্বাক্ষরিত


রুনা আক্তার

মহিলা সদস্য 1,2,3

সদস্য

স্বাক্ষরিত

3

আলেয়া বেগম


মহিলা সদস্য ৪,৫,৬

সদস্য

স্বাক্ষরিত

4

           আয়শা বেগম

মহিলা সদস্য 7,8,9

সদস্য

স্বাক্ষরিত

5

মোঃ আওলাদ হোসেন

সদস্য-01 

সদস্য

স্বাক্ষরিত

6


আবুল হোসেন কাশেম

সদস্য-02

সদস্য

স্বাক্ষরিত

7

মোঃ মোয়াজ্জেম ঢালী

সদস্য-03

সদস্য

স্বাক্ষরিত

8

মোঃ ইমানুর হোসেন জমাদার

সদস্য¨-04

সদস্য

স্বাক্ষরিত

9

হারুন বেপারী

সদস্য-05

সদস্য

স্বাক্ষরিত

10

মোঃ আনিস বেপারী

সদস্য-06

সদস্য

স্বাক্ষরিত

11

মনির

সদস্য¨-07

সদস্য¨

স্বাক্ষরিত

12

বিভূতি কুমার ঘোষ


সদস্য¨-08

সদস্য

স্বাক্ষরিত

১৩

এইচ এম মিনার হোসেন

সদস্য¨-09

সদস্য

স্বাক্ষরিত

১৪

হৃদয় ধর

স্বাস্থ্য সহকারী

সদস্য

স্বাক্ষরিত

1৫

শিল্পী রানী পাল

পরিবার পরিকল্পনা পরিদর্শক

সদস্য

স্বাক্ষরিত

১৬

ইসলাম শেখ

সমাজকর্মী

সদস্য

স্বাক্ষরিত

১৭

লুৎফর রহমান

সমাজকর্মী

সদস্য

স্বাক্ষরিত

১৮

তোফাজ্জল শেখ

সমাজকর্মী

সদস্য

স্বাক্ষরিত

২০

কবিতা রানী দাস

এনজিও প্রতিনিধি

সদস্য

স্বাক্ষরিত

2১

জ্যোসনা রানী দাস

নারী প্রতিনিধি

সদস্য

স্বাক্ষরিত

২২

নারগিছ আক্তার মায়া

নারী প্রতিনিধি

সদস্য

স্বাক্ষরিত

২৩

মোঃ শফিকুল ইসলাম

সদস্য সচিব

সদস্য

স্বাক্ষরিত





                      

১নং আলোচনা ও সিদ্ধান্ত ঃ অদ্যকার সভা অত্র জনৈসার ইউপির সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ রফকিুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে সভার কাজ শুরু করা হইল। সভার শুরুতে বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান ইউপি সচিব জনাব  মোঃ শফকিুল ইসলাম এবং উহা পাঠান্তে সকলে সর্বসম¥তিক্রমে অনুমোদন করেন।


            ০২ নং আলোচনা ও সিদ্ধান্ত ঃ সভায় সভাপতি মহোদয় বলনে যে, জন্ম নবিন্ধন একটি অতি প্রয়ােজনীয় বষিয়। জন্মরে ৪৫ দনিরে মধ্যইে শশিুর জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। এ সময়রে মধ্যে নবিন্ধন না করা হলে পরর্বতী ৫০ টাকা ফি দয়িে নবিন্ধন করতে হব।ে শশিুর টকিা র্কাড পাওয়ার র্পূবর্শত হচ্ছে  শশিুর জন্ম নবিন্ধন ।


জন্ম নিবন্ধন না হলে শিশুকে স্কুলে ভর্তি করা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সমস্যার সম্মুখীন হতে পারেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবা-মায়ের নাম, তাদের জাতীয়তা ও স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান ও জন্ম সনদ প্রদান করা। তিনি আরও বলেন, জন্ম সনদ হলো একজন মানুষের জন্ম, বয়স, পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ। রাষ্ট্রের স্বীকৃত নাগরিকের মর্যাদা ও সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে হলে জন্ম নিবন্ধন সনদ প্রদর্শন করা বাধ্যতামূলক। যেসব কাজে জন্ম নিবন্ধনের প্রয়োজন হয়-


* পাসপোর্ট ইস্যু

* বিবাহ নিবন্ধন

* শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি

* সরকারি-বেসরকারি বা স্বায়ত্বশাসিত সংস্থায় নিয়োগদান

* ড্রাইভিং লাইসেন্স ইস্যু

* ভোটার তালিকা প্রণয়ন

* জমি রেজিষ্ট্রেশন

* ব্যাংক হিসাব খোলা

* আমদানি ও রপ্তানী লাইসেন্স প্রাপ্তি

* গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি

* ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) প্রাপ্তি

* ঠিকাদারী লাইসেন্স প্রাপ্তি

* বাড়ির নকশা অনুমোদন প্রাপ্তি

* গাড়ির রেজিষ্ট্রেশন

* ট্রেড লাইসেন্স প্রাপ্তি

* বাল্য বিবাহ প্রতিরোধ

* শিশু শ্রম প্রতিরোধ ও

* জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি।


জন্ম নিবন্ধন না থাকলে পড়তে পারেন যেসব সমস্যায়-


* জন্ম নিবন্ধন না থাকলে আপনি জাতীয় পরিচয়পত্রের জন্যও আবেদন করতে পারবেন না।

* স্কুলে ভর্তির সময় শিশুর বয়স প্রমাণের জন্য জন্ম সনদ চাওয়া হয়।


* বিভিন্ন কারণে বিদেশে যাওয়ার প্রয়োজন হলেও যেতে পারবেন না। কারণ পাসপোর্টের আবেদন করতে হলে অবশ্যই ফরমের সঙ্গে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র দরকার হবে।


* আবার সরকারি বা স্বায়ত্তশাসিত চাকরির ক্ষেত্রেও জন্ম নিবন্ধন দরকার হয়।


* বিয়ের নিবন্ধনেও দরকার হয় জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের।


* এছাড়া সম্পত্তি ক্রয়-বিক্রয়ের পর রেজিষ্ট্রেশনেও জন্ম সনদের প্রয়োজন হয়।


গৃহীত সিদ্ধান্তঃ সভায় জন্ম মৃত্যু টাস্ক ফোর্স কমিটির সদস্যগণ অদ্য হতে যেকোন বয়সের ব্যক্তি বা ( নারী/ পুরুষ) যাহারা এখনও জন্ম নিবন্ধন করেন নাই তাহাদের তথ্য বাড়ী বাড়ী গিয়ে সংগ্রহ করতঃ নিবন্ধন করার ব্যবস্থা গ্রহণ ।


সভায় বিশেষ আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

     







প্রকাশের তারিখ
19/05/2024
আর্কাইভ তারিখ
01/01/2025